বরিশাল ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার মোঃ মোক্তার হোসেন অতিরিক্ত ডিআইজি হাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল মেট্টোপলিটন পুলিশের দক্ষিন বিভাগ।
আজ সোমবার(৬ জুন) বিকেলে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় বসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান বরিশাল মেট্টোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশানার মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম বার।
এর পর পরই তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল কোতয়ালী মডেল থানার কর্মকর্তারা ও বন্দর থানার কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এসি কোতয়ালী) মোসাঃ শারমিন সুলতানা রাখী, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ লোকমান হোসেনসহ বিএমপির দক্ষিন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।