করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট আরও ঘনীভূত করেছে। মূলত, রাশিয়া ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ করে দেওয়ায় বিশ্বের অধিকাংশ দেশে এর প্রভাব পড়েছে। এ অবস্থায় ইউক্রেনের বন্দরগুলো খুলে না দিলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইতালিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এর ফলে ইতালিতে ‘লাখ লাখ’ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগিডি মাইও বলেছেন, পরিস্থিতি সামাল দিতে আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। কোটি কোটি টন খাদ্যশস্য মজুত থাকা ইউক্রেনের বন্দর যদি রাশিয়া খুলে না দেয়, তাহলে লাখ লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় মারা যেতে পারে।
তিনি বলেন, আমরা রাশিয়ার কাছ থেকে স্পষ্ট এবং সুনির্দিষ্ট সংকেত আশা করছি। কারণ খাদ্যশস্য রপ্তানি বন্ধ করা মানে, লাখ লাখ মানুষের মৃত্যুর নিন্দা করা।
উল্লেখ্য, ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহত্তম গম, ভুট্টা এবং সূর্যমুখী তেলের রপ্তানিকারক। কিন্তু রাশিয়া ইউক্রেনের বন্দরগুলো ওপর অবরোধ দেওয়ায় দেশটি থেকে খাদ্য রপ্তারি বন্ধ হয়ে যায়। যার কারণে বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। সূত্র : আলজাজিরা