বরগুনার তালতলী উপজেলার ইউপি নির্বাচনে স্বতন্ত্র ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতরা বিভিন্ন উপজেলা ও জেলায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দুজনের অবস্থা আশঙ্কাজনক উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষের সময় আনারস মার্কার প্রার্থী দুটি অফিস ভাঙচুর করা হয়।
স্থানীয়রা বলেন সোনাকাটা ইউনিয়নের ফকির হাট বাজারে বিকাল তিনটার সময় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সুলতান পরাজিত সর্মথকরা হঠাৎ অতর্কিতভাবে একটি মিছিল এসে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইউনুস পরাজিত সমর্থকদের উপহার আমরা ও দুটি অফিস ভাঙচুর করে পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে স্বতন্ত্র প্রার্থীর আনারস মার্কার সর্মথকরা ১৫ জন আহত হন ও নৌকা মার্কার দশজন সমার্থক আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ এসে পাল্টাপাল্টি সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মোহাম্মদ ইউনুস ফরাজী বলেন আমার লোকজন মিছিল-মিটিং প্রচার প্রচারণা করার কাজে বাধা সৃষ্টি ও অহেতুক ভাবে বহিরাগত লোকজন নিয়ে মারপিট অফিস ভাঙচুর করেছেন নৌকা মার্কার সর্মথকরা আমার গণজোয়ার দেখে এই কর্মকাণ্ড চালিয়েছে ।আমি নির্বাচন সুস্থ কামনা করছি প্রশাসনের কড়া নজরদারি দেখা যায় না।
নৌকা মার্কার প্রার্থী মোঃ সুলতান ফরাজী পাল্টাপাল্টি অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আমরা চাচা-ভাতিজা নির্বাচন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে আমি বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইউনুচ ফরাজীর সর্মথকরা সন্ত্রাসী বাহিনী নিয়ে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে এতে বাধা দেওয়ায় আমার ১০জন সমার্থক কর্মীরা আহত হয়েছে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়ে তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন উভয় পক্ষের সংঘর্ষ আমরা নিয়ন্ত্রণ করে এনেছি দুই পক্ষের থানায় তিনটি মামলা হয়েছে গতকাল নৌকা মার্কার সমার্থক রিয়াজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।