বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বুধবার (৮ মে) রাত পৌনে ১০টার দিকে সার্কিট হাউজ মাঠের পাশে অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ের উত্তর পাশের ভবনের জেনারেটর রুমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভবনটির একটি কক্ষে করোনার টিকা রাখা হয়। টিকা রাখার ফ্রিজগুলো সচল রাখতে পাশের কক্ষেই রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর। হঠাৎ সেই জেনারেটর কক্ষে আগুন লেগে যায়।
সার্কিট হাউজ মাঠে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রথমে আগুন দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানানো হয়। তবে তীব্রতা বাড়তে থাকলে দর্শনার্থী ও পথচারীরা ঘটনাস্থলে গিয়ে বালি ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
পরে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়।
ফাহাদ হাসান তানিম নামে এক যুবক বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে রাত ৮টার দিকে সার্কিট হাউজ মাঠে আসি। হঠাৎ করে সিভিল সার্জন কার্যালয়ে আগুন দেখে সেখানে ছুটে যাই। পরে সবাই মিলে বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিন সন্ধ্যায় সার্কিট হাউজ মাঠে হাঁটাহাঁটি করি। রাত পৌনে ১০টার দিকে হঠাৎ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ে আগুন লাগে। আমিসহ কয়েকজন ছুটে গিয়ে অগ্নিনির্বাপক গ্যাস ও বালি নিক্ষেপ করি। এতে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস বরগুনা স্টেশন অফিসার শামীম রেজা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। একটি জেনারেটর আমরা অক্ষত উদ্ধার করতে পেরেছি।