একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বুধবার (৮ জুন) গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন এবং প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, সেলিম মাস্টার, মজিবুর রহমান, মওলানা রুহুল আমীন, এ এস এম শামীম, কাজী মো. নজরুল, গোলাম মোস্তফা অংশ নেন।
এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং ২৭ মে লেবার পার্টির সঙ্গে আলোচনা করেন বিএনপি নেতারা।
এরপর ৩১ মে গণসংহতি আন্দোলন ও ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।