আমতলী প্রতিনিধি: ওয়াল্ডভিশন আমতলী এপি ও এনএসএসএর যৌথ উদ্যোগে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দু’দিন ব্যাপী বার্ষিক কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার হল রুমে আবুল হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. হাববুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, মেয়াজ্জেম হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন ফকির, কাউিন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, ওয়াল্ডভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস ও কমিউনিটি এনগেজমেন্ট কোঅর্ডিনেটর সত্যব্রত বিশ্বাস প্রমুখ।