দিন দিন বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধির পেলে দেশে শ্রীলঙ্কার মত বিপর্যয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী উল্লেখ করে জিএম কাদের বলেন, বাজেটে আড়াই লাখ কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে। যা জিডিপির ৫ শতাংশের ওপরে। আবার ৩৬ শতাংশ অভ্যন্তরীণ ঋণের ওপর ভরসা করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলে ব্যবসায়ীদের বিনিয়োগ বাধাগ্রস্থ হতে পারে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সঙ্কুচিত হতে পারে।
তিনি বলেন, বিদেশি ঋণের পরিমাণ ১৪ দশমিক দুই ভাগ। দিন দিন বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে দেশে শ্রীলঙ্কার মত বিপর্যয় সৃষ্টি হবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, মুদ্রাস্ফীতির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের জীবন কষ্টকর হয়ে উঠেছে। চাল, ডাল, তেলসহ নিত্য-প্রয়োজনীয় পণ্য বিশ্ব বাজার থেকে কিনে ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে বিক্রির জন্য একটি উদ্যোগ থাকা উচিত ছিল। কিন্ত তা না করে বিভিন্ন খাতে অতিরিক্ত কর আদায়ের প্রস্তাব করা হয়েছে, এই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাবে।