বরিশাল ॥ দুই জেলার সীমানায় বিরোধীয় চরের দখল নিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ও ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আহত ১২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
তারা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার দুপুরে ভোলা সদর থানা পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের পর মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের আহত ১২ নারী ও পুরুষ শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ভোলার চরচটকিমারা ক্যাম্প পুলিশ ২৮ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। পুলিশ দাবি করেছে, সংঘর্ষে লিপ্ত হওয়া শ্রীপুর ইউনিয়নের একদল নারী-পুরুষ পুলিশ ক্যাম্পে হামলার চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর থানার উপ পরিদর্শক মো. জসিম বলেন, চরচটকিমারা পুলিশ ক্যাম্পের সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা বরিশাল শেবাচিম হাসপাতালে অবস্থান করছেন।
এমন তথ্য পেয়ে বরিশাল কোতয়ালী থানা পুলিশের সহায়তায় হাসপাতাল থেকে ১২ জন জনকে গ্রেফতার করা হয়। তারমধ্যে কয়েকজন নারীও আছেন। গ্রেফতারকৃতদের ভোলা নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, গত বুধবার রাতে চরচটকিমারা এলাকায় দু’দল গ্রামবাসীর মধ্যে মারামারি হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে একদল নারী-পুরুষ চরচটকিমারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যদের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ওসি আরও বলেন, এ ঘটনায় ৬০/৭০ জনকে আসামি করে ভোলা থানায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন লাগোয়া দুই হাজার একর আয়তনের চরচটকিমারা নামক একটি চর নিয়ে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের।
চরের দখল নিয়ে প্রায়ই দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। চরের বেশিরভাগ অংশ এখন শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুর রশিদের ছেলে কাজী রুবেলের দখলে। তিনি শ্রীপুর ইউনিয়নের দখলদারদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
ভোলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দুই হাজার ২০০ একর আয়তনের ‘চরচটকিমারা’ নামক চরটি ভেদুরিয়া মৌজার আওতাধীন।
একসময়ে সেখানে কৃষিকাজ হতো। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের কিছু লোক চরের দুই-তৃতীয়াংশ দখল করে সেখানে সহস্রাধিক ঘর তুলেছে। যা নিয়ে বিরোধ চলছে।