দাবি মানা না হলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন আগেই। এবার জানালেন, এ আন্দোলন শুধু দিল্লিতে আটকে থাকবে না, বরং দেশের বিভিন্ন প্রান্তে এ বিক্ষোভ ছড়িয়ে দেবেন। রেশন ডিলারদের স্বার্থরক্ষা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সংগঠনটির সহ-সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ দামোদর দাস মোদি এ কর্মসূচির কথা জানান।প্রধানমন্ত্রীর ভাই নিজেও পেশায় একজন রেশন ডিলার।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রেশন ডিলারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অনেক আগে থেকেই সরব ভূমিকা পালন করে আসছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। দীর্ঘদিন ধরে আন্দোলন চলার পরও দাবি-দাওয়া পূরণ না হওয়ায় এবার তারা ভারতজুড়ে আন্দোলনের ডাক দিচ্ছেন। এই উদ্দেশ্যে বাংলায় আসছেন প্রহ্লাদ মোদি।
রেশন ডিলাররা অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকে যে পরিমাণ কমিশন দেওয়া হয় তা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। এবার কঠিন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে আগামী বর্ষা অধিবেশনের সময় পার্লামেন্ট ঘেরাও কর্মসূচি।
প্রহ্লাদ মোদিও আন্দোলনে যুক্ত হয়ে মাঠে নামছেন। এরই অংশ হিসেবে আগামী মাসের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গ সফরে এসে মোদির নীতির বিরুদ্ধে সরব হবেন তিনি।
প্রধানমন্ত্রী মোদির ভাই হলেও তাদেরকে কখনও একত্রে দেখা যায়নি। বরং দুই ভাইয়ের মধ্যে বেশ মতানৈক্য বিদ্যমান। আগেও ভাইয়ের সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। সে সময় অবশ্য কিছুটা রেখে ঢেকে কথা বলেছেন। কিন্তু এবার যেহেতু তার পেশা সম্পর্কিত আন্দোলন, তাই এক্ষেত্রে কোনো আপসে যেতে রাজি নন তিনি।
বর্তমানে যে পরিমাণ কমিশন দেওয়া হয় অর্থাৎ কেজি প্রতি ২০ পয়সা, তা মানতে নারাজ প্রহ্লাদ মোদি। তার দাবি অন্তত কেজি প্রতি ৪ টাকা ৪০ পয়সা কমিশন দেওয়া হোক। আগামী দেড় মাস সময়ের মধ্যে এ দাবি মানা না হলে আগামী ২ আগস্ট পার্লামেন্ট ঘেরাও কর্মসূচি পালন করা হবে।