ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানানো হয়েছে।
বিশ্বনবীকে (সা.) অবমাননার প্রতিবাদে আজ শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে সংসদে নিন্দা প্রস্তাব তোলার দাবি জানান দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতায় থাকার জন্য তারা সবকিছু জলাঞ্জলি দিতে পারে। ভারতে নবীর এত বড় অবমাননা হওয়ার পরও সরকার একটি বিবৃতি দিতে ভয় পাচ্ছে! তারা যদি ভেবে থাকে যে, মোদি এসে গদি রক্ষা করবে, তাহলে সেটা হবে মস্ত বড় ভুল।