বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনা করে বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি ও বরিশাল জেলা যুবদল পৃথকভাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ই) জুন সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের নিচতলায় বরিশাল জেলা যুবদলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড,এইচ.এম তছলিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে সকলের কাছে খালেদা জিয়ার রোগ মুক্তি থেকে অল্লাহপাক তাকে যেন রক্ষা করে সেই দোয়া কামনা করে বক্তব্য রাখেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মুজিবর রহমান নান্টু।