বরিশাল: জাতীয়তাবাদী শ্রমিক দলের বরিশাল মহানগর কমিটির সভাপতি পদে ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১২ জুন) শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়েজ আহমেদ খানকে আহ্বায়ক এবং শহিদুল ইসলামকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল মহানগরের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম অনুমোদন করেছেন।