ঢাকায় সুবিধাবঞ্চিত পথশিশুদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে কোডার্সট্রাস্ট। পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান লিডো’র সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এই লক্ষ্যে ঢাকার বসিলায় লিডো পিস হোমে প্রতিষ্ঠা করা হয়েছে একটি কম্পিউটার ল্যাব। গত ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ল্যাবে প্রশিক্ষণ কর্যক্রমের উদ্বোধন করা হয়। এতে অংশ নেয় সুবিধাবঞ্চিত পথশিশুরা।
লিডোর এই পিস হোমে কোডার্সট্রাস্টের পক্ষ থেকে ২০টি ডেস্কটপ কম্পিউটার, চেয়ার, টেবিলসহ সব উপকরণ দিয়ে ল্যাবটি তৈরি করা হয়েছে। এতে তিন মাসব্যাপী কর্মসূচির প্রথম ব্যাচের শিশুরা তাদের প্রশিক্ষণ নিতে শুরু করেছে।
কোডার্সট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রপ্রবাসী আজিজ আহমদ বলেছেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য এই উদ্যোগটি নিতে পেরে আমি গর্বিত। কোডার্সট্রাস্টের জন্য এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এর মধ্য দিয়ে ছোট ছোট শিশু-কিশোররা উন্নত ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোডার্সট্রাস্ট বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হালিম। এতে সভাপতিত্ব করেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলি জামান, কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গণি ওসমানী এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব ও মানবাধিকার কর্মী মাহবুবুল হক।
অনুষ্ঠানে কোডার্সট্রাস্ট-এর প্রজেক্ট ম্যানেজার কাজী তারানা, অপারেশন স্পেশালিস্ট আব্দুলাহ আল মাসুম, মেন্টর আশিকুল ইসলাম এবং লিডো’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।