পটুয়াখালী:পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সিকদারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলমকে দমমিনার পিআইও রবিউল ইসলাম কর্তৃক হেনস্তার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার বেতাগী ইউিনিয়নের সাধারন জনগন উক্ত মানববন্ধন করেছেন।
মানবন্ধনে বক্তারা বলেন বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় হইতে অসিম মেম্বার বাড়ি পর্যন্ত রাস্তার কাজের গুনগত মান খারাপ হওয়ায় তার প্রতিবাদ করেন শিক্ষক জহিরুল ইসলাম। এ সময় দশমিনার পিআইও রবিউল ইসলাম ঐ শিক্ষককে মারধর করেন এবং গালিগালাজ করেন।
বর্তমানে তিনি পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। এ ব্যাপারে দশমিনা বেতাগী সানকিপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শাহ আলম বলেন, রাস্তা নির্মানের কাজে শিক্ষক জহিরুল আলম ত্রæটি খুঁজে পেয়েছেন। সেই ব্যাপারে তিনি প্রতিবাদ করলে দশমিনার পিআইও তাকে মারধর করেছেন।
সানকিপুরের ইউপি সদস্য ফরিদ উদ্দিন ওয়াসিম মেলকার উক্ত ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এবং সুস্থ তদন্তের মাধ্যমে উক্ত পিআইও’র বিচার দাবি করেছেন। এছাড়াও দশমিনা মিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেছেন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে কথা বলায় শিক্ষককে মারধর করেছে উক্ত পিআইও। আমরা এর বিচার দাবি করছি। তবে অভিযুক্ত পিআইও রবিউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।