বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
বরিশালের ফেয়ার হেলথ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! বরিশালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩ শতাধিক নারী-পুরুষ বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরির রাস্তার বেহাল দশা বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য তারবিয়াত অনুষ্ঠিত।  বাবুগঞ্জে জামায়াতে ইসলামী নেতাদের নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন  বাবুগঞ্জ রাকুদিয়া নতুন হাট বাজার সংলগ্ন, মিথ্যা মামলা সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতেবিক্ষোভ মিছিল। বাবুগঞ্জের দেহেরগতি ও চাঁদপাশায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত । লিটু সিকদার হত্যা মামলার ২ নং আসামী  মিলন গাজী, ঢাকা থেকে গ্রেফতার । বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত। বরিশাল বাবুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ।

বরিশালে অসুস্থ মায়ের সেবা করার শর্তে সাজাপ্রাপ্ত আসামির মুক্তি

মোঃ হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি।
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪৩ জন নিউজটি পড়েছেন

বরিশাল: বরিশালে মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত যুবককে অসুস্থ মায়ের সেবা ও ১০০টি গাছ রোপণের শর্তে মুক্তি দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) বিকালে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামি মেহেদি হাসান বাবুকে ছয় বছরের কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।

মেহেদি নগরীর ২১নং ওয়ার্ড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও মেহেন্দীগঞ্জের দাদপুর এলাকার আলাউদ্দিন খানের ছেলে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু মামলার বরাতে জানান, বিচারক তিন শর্তে দণ্ডিত আসামির জামিন মঞ্জুর করেন।

শর্ত তিনটি হলো- দ্বিতীয়বার এ ধরনের অপরাধে জড়িত হবেন না, অসুস্থ মায়ের সেবা করবেন, ১০০টি ঔষধি, ফলজ ও বনজ গাছ রোপণ করবেন। আগামী দুই বছর তার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা।

শর্তের কোনও ব্যত্যয় ঘটলে আদালতকে অবহিত জানাবেন। সেই থেকে ঘোষিত দণ্ড কার্যকর হবে। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২১ সালে ২৩ অক্টোবর নগরীর ২২নং ওয়ার্ডের ঈদগাহ লেনের আফসানালয়ে বাবুর ভাড়া বাসার কক্ষ থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সুজিত গোমস্তা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। মামলার অপর আসামি হলেন নগরীর করিম কুটির এলাকার নেহার মঞ্জিলের ভাড়াটিয়া আবুল খায়েরের ছেলে রুবেল হাওলাদার।

ডিবির এসআই মঞ্জুরুল হাসান দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ২০২০ সালের ১০ জানুয়ারি আদালত চার্জশিট গ্রহণ করেন। আইনজীবী সাজু জানান, আদালত চার্জ গঠনের সময় রুবেলকে বাদ দিয়ে একমাত্র বাবুর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

কোনও ধরনের সাক্ষ্যগ্রহণ ছাড়া আসামি দোষ স্বীকার করায় এই রায় দেন। প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, পরিবার দণ্ডিত যুবক বাবুর ওপর নির্ভরশীল। প্রথমবারের মতো এ ধরনের অপরাধে জড়িয়েছেন।

লঘু দণ্ড হিসেবে তাকে পুনর্বাসনে সুযোগ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী দুই বছর বিচার আদালতের ভৌগলিক এলাকা ত্যাগ করতে পারবেন না। এ সময়ের মধ্যে একই অপরাধে লিপ্ত হবেন না। ভদ্র ও ভালো ব্যবহার এবং আচার আচরণ প্রদর্শন করবেন। ঔষধি, ফলজ ও বনজ গাছ রোপণ ও পরিচর্যা করবেন। নিয়মিত মসজিদে নামাজ আদায় করবেন।

অসুস্থ মায়ের নিয়মিত সেবা যত্ন করবেন। আইন মান্যকারী পরিশ্রমী ও সু-নাগরিক হিসেবে বসবাস করবে। ভবিষ্যতে কোনও মামলা হলে আদালতের দেওয়া সাজা ভোগ করতে হবে। মেহেদী হাসান বাবু জানান, আদালতের আদেশে খুশি ও ভবিষ্যতে এ ধরনের আর কোনও অপরাধে জড়াবেন না। আদালতের দেওয়া নির্দেশ মেনে চলবেন।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Tuesday, 9th September, 2025
    SalatTime
    Fajr4:27 AM
    Sunrise5:43 AM
    Zuhr11:55 AM
    Asr3:23 PM
    Magrib6:07 PM
    Isha7:23 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102