বরগুনার বেতাগী পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা স্লোব বাংলাদেশের বাস্বায়নে পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা সভায় আলোচনা সভায় বক্তিতা করেন, বেতাগী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একিউজেড বদ্দিরুদ্দোজা জুয়েল, সহকারি প্রকৌশলী মো. জসিম উদ্দিন, প্যনেল মেয়র মো. কামাল হোসেন পল্টু, শাহিনুর বেগম, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন সোহেল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন ফকির,বেসরকারি সংস্থা স্লোব বাংলাদেশ ব্যাবস্থাপক পরিচালক মো. মমিনুল ইসলাম,মনিটরিং কর্মকর্তা মো. আকবর হোসেন, প্রকল্প কর্মকর্তা তানিয়া আফরোজ ও প্রকল্প কর্মকর্তা তহমিনা বেগম।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সকল বক্তাগন বিস্তারিত আলোচনা করেন।