এইচ এম সোহেল|| মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বরিশালে বাবুগঞ্জের মাধবাপাশায় মানবন্ধণ ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নের সকল ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লীগণ।
আজ শুক্রবার সকাল ৯টায় ইউনিয়নের বিভিন্ন মসজিদ এবং মাদ্ররাসা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মুসুল্লিরা মাধবাপাশা বাজারে থেকে সম্মিলিত মানবন্ধণ শুরু করে এবং পরে বিক্ষোভ মিছিলটি মাধবাপাশা বাজারে থেকে দুর্গাসাগর হয়ে তিনমঠে এসে দোয়া মধ্য দিয়ে শেষ হয়। মানবন্ধণ ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন, মুফতি আলী হোসেন এবং পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান।