শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
বরিশাল মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম ঝুনুকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই — আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালের কাজির হাট থানায় বিদ্যানন্দপুর ইউনিয়নে সেনা সদস্যের নামে মিথ্যা মামলা। বরিশাল আদালতের সামনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার জন্য অবস্থান কর্মসূচি করে আগামী ৩ বছরের জন্য বরিশাল মহানগর ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন । মুফতি ফয়জুল করীম কে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত। বরিশাল সিটি নির্বাচনে জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবীতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম , বরিশাল সিটি মেয়র হিসেবে ঘোষণা চান তিনি । ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যে আমদানি নিষেধাজ্ঞা জারি করলো এনবিআর ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন বাস খাদে পড়ে ১৩ যাত্রী গুরুতর আহত

দেশে ১০ বছরে হাজার কোটি টাকার অবৈধ অস্ত্র উদ্ধার

একুশে বিডি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৯৬ জন নিউজটি পড়েছেন

মানিকগঞ্জের সাটুরিয়ার মো. রুহুল আমিন রিপন থাকেন রাজধানী ঢাকার পল্লবীতে। মিরপুর-পল্লবী এলাকায় অস্ত্র বিক্রির জন্য নিয়োজিত তিনি। এ কাজ করছেন এক বছরের বেশি সময় ধরে। গত ১৯ এপ্রিল অস্ত্র ও গুলি বিক্রির সময় ধরা পড়েন পুলিশের হাতে। একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ রিপনকে আটক করে পল্লবী থানা পুলিশ।

পুলিশ, র‌্যাব, বিজিবিসহ প্রতিটি সংস্থার অভিযানেই এভাবে অবৈধ অস্ত্রসহ আটক হচ্ছে চোরাকারবারিরা। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই দেশে আসছে অবৈধ অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করছে চোরাকারবারিরা। অস্ত্র কারবারিদের ধরতে নিয়মিত অভিযানও চালান তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দেওয়া তথ্য মতে, গত ১০ বছরে এসএমজি একটি, রাইফেল পাঁচটি, রিভলবার ৫৮টি, পিস্তল ৫৫৪টি, বন্দুক ৬৪৬টি, গোলাবারুদ ১৮ হাজার ৪৭০টি, ম্যাগাজিন ৪৯৬টি, আর্টিলারি, মর্টার, রকেট শেল ৯৪টি, বোমা ১৩৭টি, ককটেল ২৭১টি, গানপাউডার ১ হাজার ২৮ কেজি উদ্ধার হয়েছে। মালিক ও মালিকবিহীন অবৈধ এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করতে গিয়ে দেশের বিভিন্ন থানায় সাতশর বেশি মামলা করে বিজিবি। এসব মামলায় ২২০ জন আসামিকে আটক করে থানায় হস্তান্তর করেছে তারা। যেসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে তার বাজারমূল্য প্রায় হাজার কোটি টাকা।

অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধের কোনো সুষ্ঠু ব্যবস্থা রয়েছে কি না জানতে চাইলে বিজিবির অপারেশন বিভাগের পরিচালক লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, অপরাধের ধরন ও কৌশলভেদে নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করতে হয়। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে অস্ত্র চোরাচালান করে দেশের বিভিন্ন স্থানে সেই অস্ত্র সরবরাহ করছে। চোরাচালানিদের পেছনে আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কও রয়েছে। সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতার বিষয়টিও অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

সীমান্ত এলাকায় বিজিবির নজরদারির অভাব কিংবা অন্য কোনো কারণ আছে কি না জানতে চাইলে বিজিবির এই কর্মকর্তা বলেন, নজরদারির অভাব রয়েছে বলে মনে হয় না। সব সময়ই বিজিবির নজরদারি থাকে। ফলে অবৈধ অস্ত্র মালিকবিহীন অবস্থায়ও উদ্ধার করা হয়‌‌। প্রতিবছরই আমরা অনেক অস্ত্র উদ্ধার করতে পারছি। বিজিবির সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি কখনো আমাদের নজরে আসেনি। সেই সুযোগও নেই। এমনটা হলে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা রয়েছে। আমরা চাই অবৈধ অস্ত্র চোরাচালান স্থায়ীভাবে বন্ধ করার।‌ আমাদের গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ বিষয়ে বদ্ধপরিকর।

অবৈধ অস্ত্র সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে আসছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এসব অবৈধ অস্ত্র দিয়েই রাজধানীর বিভিন্ন জায়গায় চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতিও ছিনতাই। এমনকি রাজনৈতিক অস্থিরতা তৈরিতেও ব্যবহার করা হয় এসব অবৈধ অস্ত্র।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সন্ত্রাসীরা তাদের নিজেদের স্বার্থে বিভিন্ন উপায়ে অধিকাংশ অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসে। একই সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে সম্প্রতি কিছু অস্ত্রের কারখানার সন্ধান আমরা পেয়েছি। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। পাশাপাশি সংঘাত-সহিংসতা যেখানে হয় সেখানে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয় সেগুলো আমরা আসামিসহ গ্রেফতার করছি। কারা এ অস্ত্র নিয়ে আসছে বা তৈরি করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসছি।

অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধ ও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. হায়দার আলী খান বলেন, অবৈধ অস্ত্র অধিকাংশই উন্নত দেশগুলোতে তৈরি হয়। অস্ত্র তৈরির ওই স্থানগুলো থেকেই অস্ত্রগুলো কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। ফলে সেখানে নজরদারির ঘাটতি রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি এড়িয়ে যেসব অস্ত্র দেশে প্রবেশ করছে সেগুলো উদ্ধারে আমরা অভিযান চালাই। যখনই অবৈধ অস্ত্রের কোনো গোয়েন্দা তথ্য পাই সেটা উদ্ধারে অভিযান চালাই।

অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে করণীয় বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ মো. তৌহিদুল হক বলেন, আমাদের দেশের মাদকের বিস্তার রয়েছে। ফলে মাদকের সঙ্গে অস্ত্রের একটা সংযোগ রয়েছে। একই সঙ্গে আমাদের দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আধিপত্য কেন্দ্র করে সন্ত্রাসী কিংবা রাজনীতির সঙ্গেও অবৈধ অস্ত্রের ব্যবহারের একটা সম্পর্ক রয়েছে। এগুলো দেশের সীমান্ত এলাকা দিয়েই প্রবেশ করছে।

‘সীমান্ত যেহেতু উন্মুক্ত নয় সেক্ষেত্রে প্রশ্ন হলো তাদের নজর এড়িয়ে কীভাবে অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে সেগুলো যদি বন্ধ না করতে পারি তাহলে এটা দূর করা সম্ভব হবে না। আবার অবৈধ অস্ত্র যাদের কাছে পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি আমরা দেখি না। আইনের প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। যারাই অবৈধ অস্ত্রের চালান বা সরবরাহের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Friday, 25th April, 2025
    SalatTime
    Fajr4:09 AM
    Sunrise5:28 AM
    Zuhr11:56 AM
    Asr3:23 PM
    Magrib6:24 PM
    Isha7:44 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102