ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নিজ ফেসবুক আইডিতে দেওয়া মানবিক পোস্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে গেছে।
২০ জুন সন্ধ্যার পর নিজের আইডিতে দেওয়া ভাইরাল হওয়া পোস্টটি পাঠকের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো.. মানুষের বিপদের সময় তার পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়ত জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।
বিভিন্ন সময় আমাদের সমাজ-রাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। তখন আমাদের সমাজের কিছু মানুষ অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই তাদের প্রয়োজন হয় সহযোগিতার।
মানুষের জন্যই তো মানুষ। সঙ্কটে, বিপদে মানুষই ছুটে এসে সাহায্য করবে এই প্রত্যাশা আমরা করতে পারি। না হলে মানব-জন্ম অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে।
আমাদের প্রত্যেকের মনের গভীরে একটা সুপ্ত স্বপ্ন থাকে। কেউ বড় হয়ে চিকিৎসক, কেউ প্রকৌশলী, আইনজীবী, বড় ব্যবসায়ী কিংবা বড় সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে।
কিন্তু ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল রাজনীতিবিদ হওয়ার। স্বপ্ন ছিল রাজনীতির মধ্যদিয়ে অসহায় ও দরিদ্র মানুষের জন্য কিছু করার। আমি বুঝেছিলাম, সদিচ্ছা থাকলে রাজনীতির মধ্যদিয়ে যতবেশি মানবিক ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখা যায় আর যেটা অন্য কোনোভাবে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সুস্থির লক্ষ্য, সততা, ন্যায় ও দৃঢ়তা।
সেই স্বপ্নের পূর্ণতা দিতেই ছাত্রাবস্থায় নিজেকে রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করি। রাজনীতিক হওয়ার সেই স্বপ্ন বাস্তবায়ন করার প্রয়াসেই ঢাকায় কেন্দ্রীয় রাজনীতির উজ্জ্বল প্রেক্ষাপট ছেড়ে শিকড়ের টানে ছুটে এসেছি নিজের এলাকায়। কারণ, মানুষের জন্য কিছু করার ব্রত থাকলে তা শুরু করার উর্বর ক্ষেত্রই হল ব্যক্তির জন্মস্থান। সেই লক্ষেই প্রিয় লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে ফিরে আসা।