ট্রেনের টিকিট, ভাড়া, গন্তব্যসহ নানা ফিচার নিয়ে তৈরি ‘রেলসেবা’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। অ্যাপটি তৈরি করেছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।
মঙ্গলবার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা যায়।
এতে জানানো হয়েছে, বুধবার (২২ জুন) দুপুরে রেল ভবনে রেলসেবা মোবাইল অ্যাপসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। একই সঙ্গে তিনি আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে রেলওয়ের টিকিট বিক্রির কার্যক্রম নিয়েও কথা বলবেন।
এদিকে বাংলাদেশ রেলওয়ের রেলসেবা অ্যাপ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক সহজ ডট কমের এক কর্মকর্তা বলেন, এ অ্যাপটা সহজ নিজেই তৈরি করেছে। এ অ্যাপে টিকিট বিক্রিসহ নানা ফিচার থাকবে।