উড়ন্ত পাখির আঘাতে আহত হয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত ক্রিকেটার, সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
সোমবার (২০ জুন) দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মাশরাফীর ব্যক্তিগত সহকারী মো. সানি সময় সংবাদকে জানান, দুপুরের দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নিচ্ছিলেন ম্যাশ।
এ সময় উপজেলার মাইজপাড়ায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় হঠাৎ একটি পাখি উড়ে এসে তার ডান চোখে আঘাত করে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাশরাফীর চোখ ফুলে লাল হয়ে গেছে। তিনি চিকিৎসা করিয়েছেন। তবে ভালো আছেন। আজ (মঙ্গলবার) স্বাভাবিক নিয়মে রুটিন কাজে ফিরবেন বলেও জানা গেছে।
ক্রিকেটের পাশাপাশি মোটরসাইকেল প্রীতি রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার। সময় পেলেই প্রিয় বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি। এমনও হয়েছে ভিআইপি প্রটোকল ছাড়াই নিজের বাইকে চেপে সচিবালয়ে চলে গেছেন মাশরাফী।