প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিশেষ দশটি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। এটি পুরোপুরি বাস্তবায়ন হলে ভিশন ২০২১ ও ২০৪১ অর্জনসহ দেশের আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনেও বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।
বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুধা দারিদ্র্য মুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদানের লক্ষ্যে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয়, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎসহ ১০টি উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্যোগগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া এ দশটি উদ্যোগের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণসহ কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও মানুষের শিক্ষা, চিকিৎসা- সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুস সালাম, বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার রেঞ্জ নুরুল আমীর হাওলাদার প্রমুখ।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তফতরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।