মিঠা পানিতে এর আগে কেউ এত বড় মাছ দেখেনি। সম্প্রতি কম্বোডিয়ায় এক বিশাল আকৃতির স্টিংরে মাছ ধরা পড়েছে।
তিনশ কেজি ওজনের স্টিংরে’টি ধরা পড়েছে কম্বোডিয়ার মেকং নদীতে। এখন পর্যন্ত এটিই মিঠা পানিতে ধরা পড়া সবচেয়ে বড় মাছ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসির।
এর আগে থাইল্যান্ডে ২৯৩ কেজি ওজনের বড় একটি ক্যাটফিশ ধরা হয়েছিল।
কোনটি জগতের সবচেয়ে বড় মিঠাপানির মাছ তা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা হয়নি। মেকং নদী এর জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত তবে অতিরিক্ত মাছ ধরা, বিভিন্ন বাঁধ এবং দূষণ এর বাস্তুসংস্থানকে হুমকির মুখে ফেলেছে।
এটি তিব্বতের মালভূমি হয়ে চীন, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এহং ভিয়েতনামে প্রবাহিত হয়েছে।
ইউএসএইডের প্রজেক্টে কর্মরত যেব হোগান নামের একজন জীববিজ্ঞানী বলেন, ছয়টি মহাদেশে বড় মাছ নিয়ে ২০ বছরের গবেষণার ইতিহাসে এমন বড় মাছ কোথাও ধরা পড়েনি।
ইউনিভার্সিটি অফ নেভাডার অধ্যাপক ডক্টর হোগান বলেন, এই মাছটিকে খুঁজে পাওয়ার ঘটনা উল্লেখযোগ্য সফলতা। বিষয়টি আশা সৃষ্টি করেছে কারণ এটা মেকং নদীতে ধরা পড়েছে যে নদী এখন হুমকির মুখে রয়েছে।
১৩ই জুন রাতে কোহ প্রেহা দ্বীপে এক কৃষক গবেষকদের ফোন করে জানান একটি বিশাল আকৃতির স্টিং রে ধরা পড়েছে যা ৩ দশমিক ৯৮ মিটার লম্বা এবং প্রশস্তে ২ দশমিক ২ মিটার।
মাছটির ভবিষ্যত গতিপথ বোঝার জন্য একটি ট্র্যাকার লাগানোর পর মাছটিকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় ভাষায় মাছটিকে ‘বোরামি’ ডাকা হয়। ডক্টর হোগান আরও বলেন, এমন মাছের প্রাপ্তি কতটা প্রাকৃতিক জগত কতটা বৈচিত্র্যপূর্ণ হতে পারে তার প্রমাণ। এখনো এসব বিশাল আকৃতির প্রাণি জানাশোনার অতীত বলে জানান তিনি
এমন বড় স্টিংরে বিলুপ্তপ্রায় প্রজাতির। মে মাসের পর থেকে কম্বোডিয়ান ফিশারিজ প্রশাসনের গবেষকদের পাওয়া দ্বিতীয় স্টিং রে এটি। এর আগে স্টিং রের ওজন ছিল ১৮১ কেজি।