বন্যা পরিস্থিতিতেও দেশে খাদ্য ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।
তিনি বলেন, দেশে এখনও ১৬ লাখ মেট্রিক টন ধান-চাল মজুদ আছে। তারপরও আমাদের সংগ্ৰহ চলছে। প্রয়োজনে আমরা চাল আমদানি করবো। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জিরো ট্যাক্সে ও বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছেন।
তিনি আরো বলেন, ১০০ বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত হয় নাই। এ কারণে সুনামগঞ্জ এবং সিলেটে অতিরিক্ত বন্যা হয়েছে। দীর্ঘদিন পর এবার বন্যা হয়েছে। দেশে আরো বন্যা হতে পারে। আমরা প্রস্তুত রয়েছি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান কাটার আগেও কিছুটা বন্যা হয়েছিলো তা আমরা কাটিয়ে উঠেছি। সে সময় অল্প সংখ্যক ক্ষতি হয়েছিল ধানের। তবে মাঠে এখন তেমন ফসল নেই। কিছু হয়তো আউশ ধান ছিলো। সরকারি খাদ্য গুদামে যে মজুদ রয়েছে দেশে খাদ্যের কোন ঘাটতি হবে না।