ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) ভারপ্রাপ্ত মহাসচিব মেজর জেনারেল আল-মুঘেদি ঢাকা সফরে আসবেন। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ দিকে তার ঢাকা আসার কথা রয়েছে।
মঙ্গলবার (২১ জুন) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের নেতৃত্বাধীন এই কোয়ালিশনের শীর্ষ কোনো নেতা প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন।
কোয়ালিশনের বিষয়ে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান বলেন, প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আইএমসিটিসিতে যোগ দিয়েছিল। এ সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথভাবে যেসব জায়গায় কাজ করা সম্ভব, সেগুলো নিয়ে আলোচনা হবে।
প্রতিটি দেশ সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরোধী জানিয়ে তিনি বলেন, আমরা এই দুষ্ট রোগকে প্রতিহত করতে চাই। এগুলো গোটা দেশ, দেশের নিরাপত্তা ব্যবস্থা ও দৈনন্দিন জীবনকে আঘাত করে।
রাষ্ট্রদূত আরও জানান, সন্ত্রাসবাদ দমনে সৌদি আরব নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। সন্ত্রাসবাদের জন্য সৌদিকে বিশেষ করে গত এক দশকে অনেক মূল্য দিতে হয়েছে।
‘সন্ত্রাসবাদ দমনে সৌদি আরব একটি সেন্টার উদ্বোধন করেছে এবং অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমাদের যোগাযোগ আছে।’
সন্ত্রাসবাদ দমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ২০১৫ সালে আইএমসিটিসি গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। বর্তমানে ৪১টি দেশ এ সংস্থাটির সদস্য।