বরিশাল ॥ বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ থামাতে যাওয়া এক ব্যবসায়ীর হাতের রগ কেটে দিয়েছে একটি পক্ষের লোকজন।
শনিবার সকালে উপজেলার বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যবসায়ী ইকবাল হোসেন সেন্টু মল্লিককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সেন্টু মল্লিক বলইকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইউনুস মল্লিকের ছেলে ও চট্টগ্রামের ব্যবসায়ী।
বাকেরগঞ্জের চরাদি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এ কে আজাদ চুন্নু জানান, বলইকাঠি গ্রামে জমি নিয়ে মিলন তালুকদার ও মুজাম্মেল হাওলাদারের বিরোধ রয়েছে। ওই জমিতে এক পক্ষ চাষাবাদ করতে যায় সকালে। এ সময় অপরপক্ষ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
চট্টগ্রাম থেকে বাড়ি আসা সেন্টু মল্লিক দুই পক্ষকে থামনোর চেষ্টা করেন। এ সময় একটি পক্ষের লোকজন সেন্টু মল্লিককে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায়।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক মাহাবুবুর রহমানের বরাতে ইউপি সদস্য বলেন, চিকিৎসক তাকে জানিয়েছেন সেন্টু মল্লিকের বাম হাতের একটি রগ কেটে গেছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। বিকালে বিমানযোগে তাকে ঢাকা পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।