বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সদস্য স্থায়ী কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেলিমা রহমান,সহ সভাপতি কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এড,জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় সংসদ (বরিশাল বিভাগ) এড,বিলকিস জাহান শিরিনের রোগ মুক্তি কামনা করা ও সিলেট সহ সারা দেশের বন্যায় নিহত, আহত, অসহায় মানুষের জন্য বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ রোববার আছরবাদ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে একর্মসূচি পালিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন, বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকন সহ বিভিন্ন ছাত্রদল নেতৃবৃন্দ।