নানাবিধ সংকটের মধ্যেই শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম আবারো বাড়ানো হয়েছে। ফলে দুর্ভোগ আরো বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।
রোববার (২৬ জুন) শ্রীলঙ্কার সরকারি তেল ও গ্যাস কোম্পানি সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের (সিপিসি) পক্ষ থেকে বলা হয়, গণপরিবহনে ব্যাপক ব্যবহৃত জ্বালানি ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৬০ শ্রীলঙ্কান রুপি (১.২৭ ডলার) করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
পাশাপাশি পেট্রলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি (১.৫২ ডলার) করা হয়েছে।
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সফরের মধ্যেই জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।
প্রসঙ্গত, ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুতসংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না।
ফলে পেট্রল ও ডিজেল সংগ্রহের জন্য জ্বালানি স্টেশনগুলোতে ভিড় করা মানুষের নজিরবিহীন দীর্ঘ সারি তৈরি হচ্ছে।