বরিশাল: বরিশালের গৌরনদীতে এক সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, গৌরনদীর রামনগর এলাকার সুনিল ঘরামির ছেলে সুশান্ত ঘরামি একই উপজেলার কসবা ইউনিয়নের আকন মোঃ মিজানুর রহমানের মেয়ে ফাহিমা আক্তার লতার সাথে গত ৪/৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।
সেই সুবাদে গত ২২ জুন লতাকে নিয়ে পালিয়ে যায় সুশান্ত। সুশান্ত খ্রিষ্টান ও লতা মুসলিম হওয়ায় দুই পরিবারের কেউই এই প্রেমের সম্পর্ক মানতে নারাজ হওয়ায় সুশান্ত ও লতা পালিয়ে যায় বলে মনে করেন স্থানীয়রা।
অন্যদিকে লতাকে নিয়ে পালিয়ে যাওয়ায় সুশান্তের পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে লতার পরিবারের বিরুদ্ধে। ২৬ জুন রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় লতার ভাই মেহেদী কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সুশান্তের বাড়িতে উপস্থিত হয়।
সেখানে সুশান্তের বাবা ও মাকে নানা ভাবে হুমকি প্রদান করে তারা। সুশান্তের বাবা শুনিল ঘরামি জানান,’ছেলে মেয়ে দুজনই সাবালক, আমরা এ প্রেমের সম্পর্কে রাজি না থাকায় তারা দুজন বাড়ি থেকে বের হয়ে গেছে।
আমি এবং আমার পরিবারের কেউ এর সমর্থন করি না কিন্তু ওই মেয়ের ভাই লোকজন নিয়ে এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মেয়েকে ফিরিয়ে দিতে বলে। এখন আমি কিভাবে মেয়েকে ফিরিয়ে দিবো বুঝতে পারতেছি না।’
শুনিল ঘরামি আরও জানান,’ তারা বিভিন্নভাবে আমাদের হুমকি প্রদান করছেন, আমরা এখন আতংকের মধ্যে রয়েছি।’ এ ঘটনায় সুশান্তের মা গৌরনদী থানায় একটি জিডি করতে গেলে তা গ্রহন করেনি পুলিশ।
সুশান্তের মা জানান,’ছেলে বড় হয়েছে, অন্যায় করেছে সে এখন আমাদের পরিবারকে উপর কেন হুমকি-দামকি দিচ্ছে। আমরা সংখ্যালঘু তাই আমরা কি এমন হয়রানির শিকার হবো?’ অন্যদিকে এ ঘটনায় সঠিক তদন্ত করে বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।