পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে লাহোর থেকে করাচি যাওয়ার সময় দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য মোটরওয়ে পুলিশ জরিমানা করেছে। ডেইলি জং-এর এক প্রতিবেদনে এ কথা জানা যায়। আফ্রিদি ১ হাজার ৫০০ রুপি জরিমানা দিয়েছেন। এতে একজন ক্রীড়া সেলিব্রিটি তিনি মোটরওয়ে পুলিশের প্রশংসা করেছেন। তিনি বলেন, আইন সবার জন্য সমান। পরে পুলিশ সদস্যদের সঙ্গে সেলফিও তোলেন এই সাবেক ক্রিকেট তারকা।
শহিদ আফ্রিদি, ক্রিকেট ম্যাচ চলাকালীন তার ছক্কার জন্য বুম বুম নামে পরিচিত ছিলেন। ২৭টি টেস্ট, ৯৮টি ওয়ানডে এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। টেস্ট ক্রিকেটে তিনি ১ হাজার ৭১৬ রান করেছেন, ওয়ানডেতে তার রান ৮ হাজার ৬৪ এবং টি-টোয়েন্টিতে ১৪১৬। আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ৪৮ উইকেট, ওয়ানডেতে ৩৯৫ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৯৮ উইকেট। সূত্র: জিও নিউজ