বরিশালে সন্দেহভাজন মাদক বিক্রেতাদের হামলায় আহত সাবেক সেনা সদস্যর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার ছেলে সাজেদুল ইসলাম শুভ জানিয়েছেন।
গত ২০ এপ্রিল অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবুল বাশারকে (৫৫) কুপিয়ে জখম করা হয়। আবুল বাশার সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে অবসরে ছিলেন। তিনি বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মৃত সুজারউদ্দিন হাওলাদারের ছেলে।
বাশারের ভাই আবুল কালাম বলেন, প্রতিবেশী উমর আলী, তার তিন ছেলে বেল্লাল, সজিব ও সাদ্দামের অপকর্মের প্রতিবাদ করায় বাশারের উপর হামলা হয়েছিল।
গত ২০ এপ্রিল সকালে পুলিশ ওই ব্যক্তিদের গ্রেপ্তারে চন্ডীপুর গ্রামে অভিযান চালিয়েছিল। তখন বাশার পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। তারপরই তার উপর হামলা হয়।
উমর আলী ও তার ছেলেরা ইয়াবা বিক্রিসহ নানা অপকর্মে জড়িত বলে দাবি করেন কালাম।
এ ঘটনায় কালাম বাদী হয়ে বাবা-মা ও তিন ছেলেকে আসামি করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেছেন।
আবুল বাশারের ছেলে শুভ জানান, তার বাবা সেনাবাহিনীর ল্যান্স কর্পোরেল পদে ছিলেন। শান্তিরক্ষী মিশনে কুয়েত গিয়েছিলেন। ২০০১ সালের ২ জানুয়ারি অবসর নেন।
এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, বাশারের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তাকে কুপিয়ে জখমের মামলার আসামি বেল্লাল বর্তমানে কারাগারে রয়েছে।