২০১৮ সালে দেওয়া এক টুইটার পোস্টের অপরাধে ভারতীয় সাংবাদিক মোহাম্মদ জুবায়েরকে (৩৯) নয়াদিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় মিডিয়া জানায়, জুবায়েরকে সোমবার (২৭ জুন) সন্ধ্যায় নয়াদিল্লিতে গ্রেপ্তার করার পর পুলিশ হেফাজতে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
একটি টুইটার হ্যান্ডেলের অভিযোগের পর জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি অভিযোগ করে বলেন, মুসলিম সাংবাদিক জুবায়ের হিন্দু বানর দেবতা হনুমানের নামে একটি হোটেলের নাম পরিবর্তন করার বিষয়ে মন্তব্য করে হিন্দুদের অপমান করেছেন। এ ক্ষেত্রে টুইটার ভারতীয় আইন লঙ্ঘন করেছে দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পাঁচদিন পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অল্ট নিউজের আরেক সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা টুইটারে জানান, জুবায়েরকে গ্রেপ্তারের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আল-জাজিরা