ভোলা-৩ আসনের (লালমোহন তজুমুদ্দিন) মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন অসুস্থ রোগীর খবর পেলেন আর চিকিৎসার জন্য ঢাকা থেকে ফেরত এসেছেন এমন কোন পরিবার এ জনপদে নেই।
লালমোহন তজুমুদ্দিন উপজেলাই নন, যে কোন স্থানের অসুস্থ রোগীর খবর পাওয়ার পর ঢাকা থেকে চিকিৎসার জন্য ফেরত এসেছেন এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবেনা। সে চিকিৎসায় যত টাকাই লাগুক তাতে কোন সমস্যা নেই। হোক তা অংকের পরিমানে যত বেশি।
এ ক্ষেত্রে আকাশের চেয়েও বিশাল হৃদয়ের অধিকারী একজন নুরুন্নবী চৌধুরী শাওন, এমপির তুলনা শুধুই এমপি শাওন। হয়তো এ মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা আর স্বার্থহীন দোয়ায় সকল প্রতিকূলতা ছাপিয়ে সাফল্যের সাথে এগিয়ে চলছেন এমপি শাওন।
মানুষের বিপদে নিজের সবটুকু দিয়ে প্রাণপণ প্রচেষ্টার অহরহ নজীর রয়েছে এমপি শাওনের কর্মগুনের ঝুড়িতে। কথায় নয় কাজেই যিনি প্রমান করছেন এ জনপদের প্রতিটি মানুষই নিজের পরিবারের সদস্য। আর এ জন্যই তিনি আকাশচুম্বী জনপ্রিয়তায় অপ্রতিরোধ্য রাজনীতিবিদ জনতার নেতা এমপি শাওন।
বিগত প্রায় এক সপ্তাহ পূর্বে লালমোহন উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সন্তানের উন্নত চিকিৎসার ব্যয়ভারের বড় একটি অংশ বহন করেন এমপি শাওন। যার ফলে ওই প্রকৌশলী নিজের ফেসবুক আইডিতে কৃতজ্ঞতা ও আজীবন ঋণী থাকার অঙ্গীকার করে পোস্ট করেন।
আল্লাহকে স্বাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলতে পারি, আজকাল যারা নিজেদের স্বঘোষিত নেতা দাবী করেন তাদের একজনকেও এমপি শাওনের ন্যায় একটি পরিবারের চিকিৎসা খরচ বহন করার পর আর খুঁজে পাওয়া যাবেনা। বাকী নেতাকর্মীদের সহযোগিতাতো কেবল তাদের জন্য ইতিহাস।
হ্যাঁ চ্যালেঞ্জ করছি, যদি প্রিয় নেতা এমপি শাওনের ন্যায় একটি পরিবারের শুধু মাত্র চিকিৎসা খরচ বহন করার পর আর কোন নেতাকর্মীর প্রয়োজনে আপনাদের মত স্বঘোষিত নেতাদের একজনকেও বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় তবে আজীবন আপনাদের কর্মী হয়ে দাসত্ব করবো।
কেননা, মানুষের বিপদে নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার মত কলিজা লাগে মুখের জোর নয়।যা কেবল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আমাদের নেতা আমাদের অহংকার মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়েরই আছে। আর তাই এ মানুষগুলোর দোয়ায় আপনাদের সকল ষড়যন্ত্রকে পায়ের নিচে পিষিয়ে প্রিয় নেতা এমপি শাওন এগিয়ে চলছেন স্ব গৌরবে রাজনীতির রাজপথে।