শ্রীলঙ্কায় দুই সপ্তাহের জন্য পেট্রোল বিক্রিতে বিধিনিষেধ জারি করেছে সরকার। এর মধ্যে শুধু আপদকালীন বা জরুরি পরিষেবার গাড়িগুলোতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হবে। মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে একথা জানায় বিবিসি।
কর্তৃপক্ষ বলছে, ‘অপ্রয়োজনীয়’ যানবাহনের জন্য জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে। তবে শুধু বাস, ট্রেন এবং চিকিৎসা সেবা ও খাদ্য পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনে জ্বালানি সরবরাহ করা হবে। আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যক্তিগত গাড়িতে কোনও পেট্রোল ও ডিজেল বিক্রি করা হবে না।
গত এক সপ্তাহ ধরে কলম্বো ও এর আশপাশের এলাকার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। লোকজনকে বাইরে না গিয়ে ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।