 
																
								
                                    
									
                                 
							
							 
                    বেসরকারি একটি হাসপাতালে ঘুমন্ত মা এবং অন্য আত্মীয়দের পাশ থেকে তিন দিন বয়সী এক শিশুকে তুলে নিয়ে গিয়ে কামড়ে মেরেছে একদল কুকুর। সোমবার (২৭ জুন) গভীর রাতে ভারতের হরিয়ানার পানিপথে ঘটে মর্মান্তিক এ ঘটনা।
ময়নাতদন্তের জন্য ওই শিশুর মরদেহ স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খবর এনডিটিভির।
এদিকে এ ঘটনার পর ‘হার্ট অ্যান্ড মাদার কেয়ার’ নামের ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৫ জুন পানিপথের হার্ট অ্যান্ড মাদার কেয়ার হাসপাতালে শিশুটির জন্ম দেন উত্তর প্রদেশের কাইরানার বাসিন্দা শবনম।
জানা গেছে, হাসপাতালটির সাধারণ ওয়ার্ডে মায়ের সঙ্গে বিছানায় ছিল ওই নবজাতক। সেখানে তার দাদী এবং খালাও ঘুমাচ্ছিলেন। এসময় একদল কুকুর এসে শিশুটিকে তুলে নিয়ে যায়। রাত সোয়া ২টার দিকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি টের পায় পরিবার।
অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালের পাশের একটি জায়গায় শিশুটিকে মুখে নিয়ে ধরে থাকতে দেখা যায় একটি কুকুরকে।
শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের দাগ দেখা গেছে।