বরিশাল: বরিশালে ১হাজার পিচ ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। গতকাল ২৯জুন রোজ বুধবার সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে কক্সবাজার জেলার শেরে বাংলা নগরের বাসিন্দা মোঃ আমির হোসেন খানের পুত্র মোঃ হুমায়ুন কবির খান (৫১) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দক্ষিণ তেগুরীচর খাস কাউনিয়া এলাকার আঃ হাই ফকির এর ছেলে মোঃ সোহেল ফকির (৩০)কে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর দপদপিয়া এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু পার হওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ বিষয় গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, বান্দরবানের হুমায়ুন কবিরের ছোট বোনের মেয়ের সাথে সিরাজগঞ্জের সোহেল ফকিরের সাথে বিবাহ হলে তাদের দুজনের পরিচয় হয়। এরপর থেকে তারা যৌথ ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।
গতকাল ১হাজার পিচ ইয়াবার একটি চালান পটুয়াখালী যাচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা দপদপিয়া সেতু এলাকায় অবস্থান করি এবং ১ হাজার পিচ ইয়াবাসহ জামাই শ্বশুরকে আটক করি।
এই ইয়াবা পটুয়াখালী কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তা এখনও জানতে পারি নাই। বিষয়টি তদন্তপুরবক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণ করতেন পারবো বলে বলে আশা প্রকাশ করছি।