আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলায় পুষ্টি চাহিদা পূরনের জন্য ২২০টি হত দরিদ্র পরিবারের মাঝে বুধবার সকালে হাঁস পালনের জন্য ঘর বিতরন করা হয়েছে। এনএসএস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির সহযোগিতায় এ ঘর বিতরন করে।
ঘর বিতরনের সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির ম্যানেজার উত্তম দাস প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার ও এপি স্পন্সরশীপ অফিসার গেøারি বারিকদার প্রমুখ।