ভারতের তামিল অভিনেত্রী মীনার স্বামী বিদ্যাসাগর মারা গেছেন। ফুসফুসে জটিলতা নিয়ে গত কয়েক মাস ধরেই চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মীনার সহঅভিনেতা শরৎ কুমার বিদ্যাসাগরের মৃত্যুসংবাদ টুইট করে লিখেছেন, ‘মীনার স্বামীর মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। মীনা এবং তার পরিবারের নিকটাত্মীয়দের প্রতি রইল আমাদের পরিবারের আন্তরিক সমবেদনা। তার (বিদ্যাসাগর) আত্মা শান্তিতে থাকুক।’
সদ্যপ্রয়াত বিদ্যাসাগর পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ২০০৯ সালে মীনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির নয়নিকা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন মীনা। দক্ষিণ ভারতের বহু সুপারস্টারের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি। তাকে সবশেষ দেখা গেছে তেলুগু ছবি ‘সান অব ইন্ডিয়া’তে। তার মেয়ে নয়নিকাও অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন।