বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় গৃহহীন ও ভূমিহীনদের ৭৪টি পরিবার স্বপ্নের আপন ঠিকানার জায়গার দালিলিক মালিক হলেন। ওই ৭৪টি সুবিধাভোগী পরিবারের অনুকুলে মালিকানার দলিল সম্পাদন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের নামে সরকারের বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য দুই শতক করে জমির মালিকানা দলিল সম্পন্ন করা হয়েছে।
গৃহহীন ও ভূমিহীনদের মালিকানা দলিল সম্পাদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সরকারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৃহহীন ও ভূমিহীনদের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, সাব রেজিষ্ট্রার পার্থ প্রতীম মূখার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন ও সুফলভোগীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, গৃহহীন ও ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বাস্তবায়নাধীন গৃহপ্রাপ্ত সুবিধাভোগীদের অনুকুলের ২শতক করে জমির মালিকানা বন্দোবস্তের দলিল সম্পন্ন করা হয়। গৃহহীন ও ভূমিহারা এখন আর গৃহহীন ও ভূমিহীন নয়। তারা তাদের জমির মালিকানা পেয়েছে, সেখানে পাকা বাড়ির মালিকও হয়েছেন। উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করার জন্য ইতোমধ্যেই কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে বলেন, নতুন করে আরও ৭২ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের নামের তালিকা তৈরি করা হয়েছে।