বরিশাল:-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ‘চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও’ এই স্লোগানকে সামনে রেখে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব, বরিশাল এর আয়োজনে ‘দ্বিতীয় বারের মতো বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সামটি ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, স্থানীয় সরকার এর উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বরিশালের পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন।
অনুষ্ঠিানে সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেষ্টা মো. শাহাজাদা হিরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সামিট এর আহবায়ক শাহেদ জামান।
শুরুতে সকাল ১০ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে সকলের অংশগ্রহণে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উদ্যোক্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারী গ্রুপ ও উদ্যোক্তা স্টল মালিকদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।
পরিশেষে সামিটে অংশ নেয়া ৩০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। বিকালে অনুষ্ঠানের সমাপনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, বিসিক বরিশালের উপ-মহাব্যবস্থাপক (অঃ দাঃ) মো. জালিস মাহমুদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসা সাজ্জাদ পারভেজ, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।