এবার বাংলাসহ ১৪টি ভাষায় সরাসরি সম্প্রচার হবে হজের খুতবা। আগামী ৮ জুলাই আরাফাত দিবসে নামিরা মসজিদ থেকে দেওয়া হবে হজের খুতবা। এ সময় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে।
বাংলা ছাড়া বাকি যে ভাষায় শোনা যাবে হজের খুতবা- ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি এবং তামিল।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে সৌ কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরাফাত দিবসের খুতবা অনুবাদের ফলে সারা বিশ্বের ২০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে শান্তি বাণী বলে আশা দেশটির হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের।
উল্লেখ্য, গত কয়েক বছর করোনার কারণে হজযাত্রায় দেখা দেয় নানা বাধা। এবার সেই বাধা নেই। তাই দেশি-বিদেশি ১০ লাখের বেশি মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হবে এবারের হজ।