 
																
								
                                    
									
                                 
							
							 
                    ভারতে একদিনে আরও ১৭ হাজার ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২ জুলাই) এ তথ্য জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩২৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৫৬৮ জন।
মৃত ২৯ জনের মধ্যে কেরালায় ১৫, মহারাষ্ট্রে ৪, দিল্লিতে ৩, পাঞ্জাবে ২ এবং ছত্তিশগড়, বিহার গুজরাট, কর্নাটক ও রাজস্থানে একজন করে মারা গেছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, মোট আক্রান্তের ০.২৫ শতাংশ চিকিৎসা নিয়েছে। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। ২৪ ঘণ্টায় চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৩৭৯ জন।
মন্ত্রণালয় জানায়, দৈনিক কোভিড-১৯ পজিটিভ হার ছিল ৪.১৪ শতাংশ। সাপ্তাহিক হিসাবে এ হার ছিল ৩.৫৬ শতাংশ। দেশব্যাপী প্রায় ১৯৭ কোটি ৮৪ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ভারতে কোভিড-১৯ সংক্রমণ ২০ লাখ ছাড়িয়ে যায় ২০২০ সালের ৭ আগস্ট, ৩০ লাখ অতিক্রম করে ২৩ আগস্ট, ৪০ লাখ অতিক্রম করে ৫ সেপ্টেম্বর, ৫০ লাখ ছাড়ায় ১৬ সেপ্টেম্বর। ৬০ লাখ ছাড়ায় ২৮ সেপ্টেম্বর, ৭০ লাখ ছাড়ায় ১১ অক্টোবর, ৮০ লাখ ছাড়ায় ২৯ অক্টোবর, ৯০ লাখ ২০ নভেম্বর, ১ কোটি ছাড়ায় ১৯ ডিসেম্বর ২০২০ সালে।
দেশটিতে কোভিড আক্রান্ত ২০২১ সালের ৪ মে ২ কোটি, ২৩ জুন ৩ কোটি এবং চলতি বছরের ২৫ জানুয়ারি ৪ কোটি ছাড়িয়ে যায়।
এদিকে চলতি গ্রীষ্মে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত জুনে করোনা সংক্রমণ তিনগুণ বেড়েছে উল্লেখ করে দেশগুলোকে পরিস্থিতি পর্যবেক্ষণ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।