 
																
								
                                    
									
                                 
							
							 
                    ভারতে এক নারী চার হাত ও চার পা বিশিষ্ট একটি কন্যাশিশুর জন্ম দিয়েছেন। সুস্থ আছেন ওই মা ও নবজাতক দুইজনেই। বুধবার জিও নিউজ জানায়, ওই নারী দেশটির উত্তর প্রদেশের শাহাবাদ গ্রামের বাসিন্দা। নারীর পরিবারের লোকেরা এমন কন্যাশিশুর আগমনকে অলৌকিক মনে করছেন।
ভারতীয় মিডিয়ার বরাতে জিও নিউজ আরো জানায়, চিকিৎসার জন্য নবজাতককে লক্ষ্মৌর একটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এটিকে আমরা যমজ শিশু মনে করছি। পেটের সাথে যে অতিরিক্ত অঙ্গগুলো তা হয়ত অন্য নবজাতকের, যার দেহ পুরোপুরি গঠিত হয়নি। তার আগেই জন্ম নিয়ে ফেলেছে।
সূত্র : জিও নিউজ