বরিশাল: বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, মহাসড়কে আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত যাত্রী আহত হন।
পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, দুর্ঘটনার কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে মহাসড়ক থেকে বাস দুটি সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।