বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ঢাকা সিটি দক্ষিণের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলাম। আমি গর্বিত দল আমাকে অনেক বড় সম্মান দিয়েছেন। আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আগামীর আন্দোলনে আপনাদের নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৫০ ও ৬৪ নং ওয়ার্ড সম্মেলনে তিনি একথা বলেন।
দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, বর্তমান মেয়র বিনা ভোটে দক্ষিণ সিটির মেয়র পদে বসেছেন। গত দুই বছরে কি করেছেন আপনারা জানেন। ঢাকার দুর্বিসহ ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় নষ্ট হচ্ছে। এক ধরণের মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় যখন দুর্যোগ নেমে এসেছে তখন মেয়রকে আমরা পাশে পাই নাই।
বন্যায় সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যখন মানুষ বন্যায় জীবন নিয়ে শঙ্কায় ছিলো তখন সরকার পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে পড়ে ছিলো। যদি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতো এমন সেতু অনেক হতো। এই সেতু নিয়ে ঢাক ঢোল পিটানোর কিছু নাই।
আজকে ওয়ার্ড সম্মেলন কার্যক্রম শুরু হয়েছে। এগুলো আমরা বেগবান করবো। আগামীর আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। নেতৃবৃন্দ যখন ডাক দেবেন আমরা ঝাঁপিয়ে পড়বো।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা সম্মেলন করলাম। নেতৃত্ব নির্বাচন করলাম। কিন্তু কাজ করলাম না। তাহলে হবে না। আজকে যারা দায়িত্ব নেবেন তাদের ঈমানের সঙ্গে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেত্রী এবং গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে আসতে না পারেন সেজন্য একাধিক মামলা দেয়া হয়েছে। তারপরও তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। দলকে সুসংগঠিত করছেন। মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে দিতে তিনি সংগ্রাম করছেন। তাই আমাদের কাজ করতে হবে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবীসহ আরো অনেকে।