 
																
								
                                    
									
                                 
							
							 
                    মহানবী (স.) এর অবমাননাকার বক্তব্যের জেরে ভারতজুড়ে এখনো বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। তবে এর মাঝেই আবার পাকিস্তান থেকে উঠে এলো এক নতুন ইস্যু। সম্প্রতি সে দেশের রাজনীতিবিদ মরিয়ম নওয়াজ একটি বক্তব্য পেশ করেন এবং বর্তমানে এটি ভারতে প্রচুর পরিমাণে শেয়ার হয়ে চলেছে। এমনকি অনেকেই তার প্রশংসাও পর্যন্ত করেছেন। নেপথ্যে কারণ কি?
ভারতীয় গণমাধ্যম বলছে, আসলে আর কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশে হতে চলেছে উপনির্বাচন এবং সেই উপলক্ষ্যে ভোটে জয়লাভ করার জন্য তৎপর হয়ে উঠেছে শাসক এবং বিরোধী দুই পক্ষ। 
একদিকে যেমন ‘পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ’ নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে, আবার অপরদিকে এই ভোট পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি একটি সমাবেশে মরিয়ম বলেন, “ধর্ম মানুষ এবং আল্লাহর মধ্যে আভ্যন্তরীণ একটি বিষয়। একটা মানুষ কতবার নামাজ পড়বেন, সেটা তাদের মধ্যেকার ব্যাপার। তবে নিজের স্বার্থে এবং রাজনীতির জন্য এই ধর্মকে ব্যবহার করা একটি অপরাধমূলক কাজ এবং এটি করা থেকে বিরত থাকা উচিত।
উল্লেখ্য, মরিয়ম নওয়াজ হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা। অতীতে বিভিন্ন সমাবেশে একাধিকবার ইমরান খানকে উদ্দেশ্য করে আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে আর বর্তমানেও সেই ধারা বজায় রেখে ইমরানের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। ”