বলিউডে সোনাক্ষীর অভিষেক হয় সালমান খানের বিপরীতে। প্রথম সিনেমা হিসেবেই যা বেশ বিগ বাজেট সিনেমা হিসেবে প্রথমেই সবার নজরে আসেন তিনি। আর সেসময় থেকেই সবাই স্টার কিড হিসেবেই ট্রল করতে থাকেন, তাকে নিয়ে কারণ তার বাবা শত্রুঘ্ন সিনহাও একজন বলিউড অভিনেতা।
আর বাবার জন্যেই তিনি বলিউডে এত ভালো ভালো কাজ করছেন বলেও অভিযোগ করেন সবাই। তবে রোমান্টিক হোক বা অ্যাকশন সিনেমা সোনাক্ষী সমানভাবে মাতিয়ে চলেছেন দর্শকদের। শুরু থেকেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। কিন্তু বর্তমানে জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে শোনা যাচ্ছে প্রেমের গুঞ্জন।
গত কয়েক মাস ধরেই অভিনেত্রী সোনাক্ষী সিনহার ব্যক্তিগত জীবন রয়েছে চর্চায়। অভিনেত্রীর বিয়ে নিয়ে কম জল্পনা শোনা যায়নি। হিন্দুস্তান টাইমসের সঙ্গে একান্ত আড্ডায় বিয়ে আর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বলিউডের দাবাং গার্ল জানান, ‘আমি সবসময়ই যেটা বলেছি, তা হল আমার কাজ নিয়ে কথা বলতে চাই।
তবে অবশ্যই মানুষজন কৌতূহলী, তারা জানতে চায় আমাদের ব্যক্তিগত জীবনে কী চলছে। তারা অলীক কল্পনা থেকেও বিরত থাকে না’। ৩৫-এর গণ্ডি পেরিয়েও অবিবাহিত সোনাক্ষী। তবে নিজের ব্যক্তিগত জীবন দুনিয়ার সঙ্গে ভাগ করে নিতে তৈরি নন অভিনেত্রী। সোনাক্ষীর কথায়, ‘মানুষ হিসাবে নিজের জীবনের কিছু অংশ দুনিয়ার আড়ালে রাখাটা জরুরি, আমি সবার জন্য সহজলভ্য হতে চাই না’।
শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা কন্যা বলেন, ‘আমার বাবা-মা’ও আমার বিয়ে নিয়ে এত চিন্তিত নন, সোশ্যাল মিডিয়ায় যা আলোচনা চলে’। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন সোনাক্ষী। হরর কমেডি ‘কাকুদা’ এবং ডিজিট্যাল ডেবিউ ছবি ‘দাহাদ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জন গত কয়েকমাস ধরেই তুঙ্গে, ইনস্টাগ্রামে পরস্পরের প্রতি ভালোবাসা জাহির করলেও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমের সামনে একটা শব্দও খরচ করলেন না সোনাক্ষী।