বেবী বাম্পের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা ও আর জে নওশীন মেহরিন মৌ। ঈদের দিন রবিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেন তিনি।
সবাই ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা বেবী বাম্প ছবিতে নওশীনের সঙ্গে রয়েছেন স্বামী আদনান ফারুক হিল্লোলও।
বিয়ের ৯ বছর পর প্রথম সন্তান গ্রহণ করছেন পরিচিত মুখ ও জনপ্রিয় তারকা জুটি নওশীন-হিল্লোল। অবশ্য নওশীনের আগের স্বামীর ঘরে আরও একটি সন্তান রয়েছে।