অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ। ২ ঘণ্টা পিছিয়েছে ম্যাচের দৈর্ঘ্য।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচের আগে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে বোলিং বেছে নিয়েছেন তামিম। ফলে শুরুতে ব্যাটিং করবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
২ ঘণ্টা পিছিয়ে আসায় ৯ ওভার দৈর্ঘ্য কমানো হয়েছে ম্যাচের। ৪১ ওভার করে খেলবে দুই দলই। এতে করে পরিবর্তন এসেছে সব ক্ষেত্রেই। একজন বোলার ৯ ওভার বোলিং করতে পারবেন। আর বাকিরা সর্বোচ্চ ৮ ওভার করতে পারবেন।
পাওয়ার প্লে ওয়ান হবে ১ থেকে ৮ ওভার। দ্বিতীয় পাওয়ার প্লের মেয়াদ ৯ থেকে ৩৩ ওভার। আর ৩৪ থেকে ৪১ ওভার পর্যন্ত শেষ বা তৃতীয় পাওয়ার প্লে।
আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে নাসুম আহমেদের। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছুটি নেয়ায় দলের সঙ্গে নেই।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : নিকোলাস পুরান, শাই হোপ, রোভম্যান পাওয়েল, শেমরাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইলি মেয়ার্স, রোমারিও শেফার্ড, অ্যান্ডারসন ফিলিপ, গুড্যাকেশ মোটেই, জেইডেন সিলস ও আকিল হোসেইন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।