ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ঘাতক শামিম পরিবহন ১১জুলাই বিকেল ৪টার দিকে একটি অটো ভ্যানগাড়ি চাপা দেয়। এতে গাড়িটি দুমরে-মুচড়ে যায় এবং ভ্যানচালক নিহত হন।
এসময় অধিক যানযট সৃষ্টি হলে উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
হাইওয়ে পুলিশ নিহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতলে রাখেন এবং পরিবহনটি আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় নিহত ভ্যানচালক আলমগীর হোসেন (৫০), বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্ৰামের মৃত আঃ জব্বারের ছেলে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত )মো মমিন উদ্দিন জানান নিহতের স্ত্রী রিনা বেগম পরিচয় নিশ্চিত করেন।